...
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শখের খেজুরের রস পানই কাল হলো টাঙ্গাইলের কিশোর তাওহীদের

নিজস্ব প্রতিবেদক:

শখের খেজুরের রস পানই কাল হলো টাঙ্গাইলের কিশোর তাওহীদের

শীতের সকালে শখ করে বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে যাওয়াই কাল হলো কিশোর তাওহীদের (১৫) জন্য। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মোটরসাইকেল নিয়ে রস খেতে গিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় তাওহীদের আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। নিহত তাওহীদ কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। আহতরা হলো একই গ্রামের জিহাদ ও হাসান। এই আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শীতের আমেজ শুরু হওয়ায় কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য ভোরে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমায়। এরই ধারাবাহিকতায় রোববার খুব ভোরে রামপুর এলাকা থেকে ৯ জন কিশোর ও যুবক তিনটি মোটরসাইকেলে করে ধানগড়া গ্রামে রস খেতে যায়। আনন্দঘন পরিবেশে রস পান শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেয়।

ফেরার পথে নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় ঘটে বিপত্তি। তিনটি মোটরসাইকেলের মধ্যে তাওহীদদের বহনকারী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। এসময় বাইকে থাকা তার দুই বন্ধু জিহাদ ও হাসান ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পুলিশ ও প্রশাসনের বক্তব্য দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনটি মোটরসাইকেলে মোট ৯ জন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল। অসাবধানতাবশত একটি বাইক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের তাদের সঙ্গে থাকা অন্য বন্ধুরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই তাওহীদ নামের ওই কিশোরের মৃত্যু হয়। আহত দুইজনকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত কিশোরের মরদেহ বর্তমানে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কিশোর বয়সে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

এলাকায় শোকের মাতম। তাওহীদের অকাল মৃত্যুতে তার মা ও স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ও নিজ গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। শখের বশে ঘুরতে গিয়ে এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ শখের খেজুরের রস পানই কাল হলো টাঙ্গাইলের কিশোর তাওহীদের
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ শেরপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদি গ্রেপ্তার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান: ১০টি গ্রেনেড ও বিদেশি অস্ত্র উদ্ধার
শীতে ত্বকের যত্ন: শুষ্কতা কাটিয়ে সজীব ও উজ্জ্বল থাকার উপায় শীতে ত্বকের যত্ন: শুষ্কতা কাটিয়ে সজীব ও উজ্জ্বল থাকার উপায়
শেরপুরে কালের গর্ভে বিলীন হচ্ছে মৃৎ শিল্প ঐতিহ্যের কান্না: শেরপুরে কালের গর্ভে বিলীন হচ্ছে মৃৎ শিল্প
নকলায় ব্রহ্মপুত্রের চরাঞ্চলে তিল চাষে  চাষীদের আগ্রহ বেড়েছে চরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত: নকলায় তিল চাষে ঝুঁকছেন কৃষকরা
নকলায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী নকলায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে প্রশিক্ষনার্থী-অভিভাবক সমন্বয়ে অনুপ্রেরণামূলক ওরিয়েন্টেশন
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ সীমান্তে রাতভর বিজিবির শ্বাসরুদ্ধকর অভিযান: কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন অভিভাবক

আরও পড়ুন

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.