শেরপুরের নকলায় আব্দুল খালেক নামের সত্তর বছরের এক বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারী) উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত আবু তাহেরের পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ খালেক কানে কম শুনে ও মানসিক সমস্যায় ভোগতেছিল। এলাকায় খালেক পাগলা নামে পরিচিত। তার কোন পুত্র সন্তান নেই। এক মেয়ে থাকে স্বামীর বাড়ি এবং দেখাশুনা করার মত কেউ নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে যেকোন সময় উরফা ইউনিয়নের উরফা পশ্চিমপাড়া এলাকার রিপন মিয়ার দুচালা পরিত্যক্ত ঘরের বাঁশের ধন্যার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে সকালে পুলিশ খালেকের ঝঁলন্ত মরদেহ উদ্ধার করে সুরুতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, উরফা ইউনিয়নের পশ্চিমপাড়ায় আ: খালেক নামের এব বৃদ্ধ আত্মহত্যা করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

