শেরপুরের নকলায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আসুক আজ সমাজসেবা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুম্মান হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের প্রধান দেওয়ান গোলাম মাসুম, সাংবাদিক মুহাম্মদ হযরত আলী, উপজেলা প্রকৌশলী মো: সামছুল হক রাকিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এখন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও সেবা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”
অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম যেমন—বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও সুদমুক্ত ক্ষুদ্রঋণের সফলতার কথা তুলে ধরেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শীতার্থদের মাঝে শীতবস্ত্রী বিতরণ করা হয়।

