শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রিটেন ও বাংলাদেশের সেতুবন্ধন: ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কাউন্সিলর আয়াছ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ব্রিটেন ও বাংলাদেশের সেতুবন্ধন: ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কাউন্সিলর আয়াছ 

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং ব্রিটিশ-বাঙালি কমিউনিটির সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রবাসী সম্মাননা-২০২৫’-এ ভূষিত হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও বিশিষ্ট রাজনীতিবীদ মোহাম্মদ আয়াছ মিয়া। ‘কমিউনিটি লিডার’ ক্যাটাগরিতে সিলেট জেলা প্রশাসন আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

মোহাম্মদ আয়াছ মিয়া ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন প্রখ্যাত রাজনীতিবীদ। তিনি ব্ল্যাকওয়াল এবং ক্যাবিট টাউন ওয়ার্ড থেকে টানা তিনবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

লন্ডনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি টাওয়ার হ্যামলেটসের স্পিকার (মেয়র পদমর্যাদা) হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। একজন পেশাদার অ্যাকাউন্টেন্ট হওয়ার পাশাপাশি তিনি নিজেকে একজন মানবাধিকার কর্মী ও সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রবাসে বাংলাদেশি ঐতিহ্য লালন এবং অভিবাসীদের অধিকার আদায়ে তার আপসহীন ভূমিকা তাকে কমিউনিটির অবিসংবাদিত নেতায় পরিণত করেছে।

প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের মূল্যায়ন করতে গত রবিবার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকাল ১০টায় ঐতিহাসিক কিনব্রিজের উত্তর প্রান্ত থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানেই মূল অনুষ্ঠানে আয়াছ মিয়াসহ অন্যান্য ক্যাটাগরিতে সফল প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং পুলিশ সুপার কাজী আখতারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সচিব আব্দুন নাসের খান প্রবাসীদের বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে সিলেটে বিশেষ ‘এনআরবি বিনিয়োগ জোন’ করার পরিকল্পনা ভাবা যেতে পারে।” এছাড়া সিলেটে একটি আধুনিক ‘এনআরবি স্মার্ট সিটি’ গড়ে তোলার জন্য তিনি উপস্থিত প্রবাসী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় প্রবাসীদের বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির প্রশাসনিক দক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। তার এই সম্মাননা প্রবাসী নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন যে, কর্মনিষ্ঠা এবং মাতৃভূমির প্রতি টান থাকলে বিদেশের মাটিতেও দেশের গৌরব উজ্জ্বল করা সম্ভব।

সিলেট জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, ক্রীড়াবিদ ও পণ্য আমদানিকারক—এই ছয়টি ক্যাটাগরিতে বাছাইকৃত প্রবাসীদের সম্মানিত করা হয়, যা ভবিষ্যতে প্রবাসী ও দেশের মূল ভূখণ্ডের মাঝে সম্পর্কের সেতুবন্ধনকে আরও মজবুত করবে বলে সুধীজনরা অভিমত ব্যক্ত করেন।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে নকলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ও এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় শিশু কন্যাকে গলাটিপে হত্যা করল বাবা, পাষন্ড বাবা গ্রেপ্তার
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় ১২,৪২৫ হেক্টর বোরো আবাদের লক্ষ্যমাত্রা, ৩২০০ কৃষককে প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ হাড়কাঁপানো শীতে উষ্ণতার পরশ: নকলায় শীতার্তদের কম্বল মুড়িয়ে দিলেন ইউএনও
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ব্রিটেন ও বাংলাদেশের সেতুবন্ধন: ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কাউন্সিলর আয়াছ 
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ মানবিক উদ্যোগে সাইনবোর্ড-মাইলফলক সংস্কারে নকলা’র সুমনের অনন্য দৃষ্টান্ত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ঋণের দায়ে নিজ গরু চুরির ছক, চিনে ফেলায় স্বামীকে গলা কেটে হত্যা করলেন স্ত্রী

আরও পড়ুন