ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার (ডিসি) মোঃ তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুল ইসলাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে অত্র উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ-বহির্গমন পথ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো-সহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি ও মতবিনিময় করেন।
এ সময় লেঃ কর্নেল আব্দল্লাহ আল আমিন (পিএসসি), জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) শেরপুরের ডিডি মো: ইফতেখারুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেঃ তাসফিন মাহমুদ অমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন৷

