” হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে।
১৫ অক্টোবর (বুধবার) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী’র কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া প্রদর্শনী’র কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান সুমন, উপজেলা প্রকৌশলী সামছুল আলম রাকিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন অংশগ্রহন করেন।
পরে উপস্থিত সবাইকে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয় এবং দৈনন্দিন জীবনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।