শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে ৩ লাখ ৮৩ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

শেরপুর প্রতিনিধি:

ছবি: দেশের পত্রিকা ২৪.কম

টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশের মতো শেরপুর জেলাতেও শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় এ ক্যাম্পেইনে জেলার ৩ লাখ ৮৩ হাজার শিশু ও শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জনকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আরও ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে। ইতোমধ্যে জেলার ৫৮ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে জেলায় মোট ৩ হাজার ৩০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ১ হাজার ৬৮০টি কেন্দ্র থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ হাজার ৩৫০টি কেন্দ্র থাকবে বাইরে। ১২ অক্টোবর শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, মোট ১৮ দিনব্যাপী।

৮ অক্টোবর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের নিচের শিক্ষার্থীদের এবং প্রতিষ্ঠানের বাইরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। সরকার শিশুদের সুরক্ষায় বিনামূল্যে এ টিকা দিচ্ছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।”

তিনি ক্যাম্পেইনটি সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল হাশিম, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

 

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

নকলায় এসিল্যান্ডে’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, কনের পরিবারকে আর্থিক জরিমানা
নকলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে হুমামের পুষ্পস্তবক অর্পণ
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম, অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী কিবরিয়া
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হুইপ পুত্র ফাহিম চৌধুরী
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নকলায় আলোচনা ও শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় ধর্ষিতা পাগল নারীর সন্তান প্রসব, ধর্ষককে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আরও পড়ুন