জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি পদে থাকা মো: মাসুদ রানাকে পদাবনতি দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলায় শাস্তি হিসেবে তাকে এই পদাবনতি দিয়ে ওসি থেকে এসআই করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক আগের একটি বিভাগীয় মামলা ছিল। সেটার শাস্তি হয়েছে। আর কিছু নয়।
আক্কেলপুর থানার ওসির সরকারি নাম্বারে ফোন কল করা হলে পরির্দশক (তদন্ত) মো: মোমিনুল ইসলাম রিসিভ করেন। মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি জানান ওসি মাসুদ রানা জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার এখান থেকে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
সূত্র জানায়, মাসুদ রানা গত ২০১৮ সালে রংপুর জেলার ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার ১টি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের হয়। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমানিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দিয়ে এসআই করে দেওয়া হয়। জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ওসির পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।






