শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
বিএনপি প্রার্থী হিসেবে ফাহিম চৌধুরীর নাম ঘোষণার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া (ভিপি)।
তিনি বলেন, “ফাহিম চৌধুরী একজন তরুণ ও যোগ্য নেতা। আমরা আশা করি, তিনি জনগণের কল্যাণে কাজ করবেন। রাজনীতিতে শালীনতা ও ঐক্যের পরিবেশ বজায় থাকবে—এই কামনাই করি।”
দলীয় মনোনয়ন পাওয়ায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় ভরে গেছে নিউজফিড।
								
				

            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
