করবো মোরা মাছের চাষ, থাকবো সুখে বার মাস— এই স্লোগানকে সামনে রেখে জানকীপুর মৎস্যজীবী ফাউন্ডেশন ২০২৫-এর নতুন কমিটির পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়ার উদ্দিন ও সঞ্চালনা করেন আব্দুল কাদির এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবু সাঈদ মামুন।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং মাছ চাষে আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা। সার্বিক সহযোগিতা করেন মীর মোঃ শফিকুল ইসলাম, মোঃ নউশেরুল ইসলাম, মোঃ আজাহার আলী, মোঃ হেলাল উদ্দিন পলাশ ও মোঃ জহিরুল ইসলাম।
উক্ত সভায় নতুন কমিটির সদস্যরা নিজেদের পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী দিনে জানকীপুর মৎস্যজীবী ফাউন্ডেশনকে আরও গতিশীল ও কার্যকর করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



