হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় নকলা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ADB ও AFD), এলজিইডি’র সহযোগিতায় পৌর ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় পৌর কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই। সবাইকে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
Post Views: ১৭