শেরপুরের নকলা থেকে বদলি হওয়া তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বৃহস্পতিবারে নকলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ওই বিদায় সংবর্ধনা প্রদান ও বরণ করা হয়।
বিদায়ী কর্মকর্তারা হলেন, বিএডিসি হিমাগারের উপপরিচালক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনতোষ কুমার সরকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।
একই অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবাগত কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
 Post Views: ১৮৬
								
				

            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            