বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে অটুট রাখার গুরুত্ব তুলে ধরে সকল রাজনৈতিক দলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে “আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা” শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পার্বত্য অঞ্চলে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অখণ্ড বাংলাদেশ ও সকল নাগরিকের বাংলাদেশি পরিচয়কে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য সব নৃ-গোষ্ঠী, উপজাতি এবং অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বাংলাদেশের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। ভাষা, সংস্কৃতি কিংবা ধর্ম নয়—বরং ভিন্ন ভাষাভাষী, ধর্মাবলম্বী এবং জাতিগোষ্ঠীর সম্মিলনেই একটি জাতি গড়ে ওঠে।”
স্বাধীনতার ৫০ বছর পরও রাজনৈতিক বিভাজনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “পক্ষ-বিপক্ষ বলার মানসিকতা জাতিকে আজও বিভক্ত করে রেখেছে। মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, তারাও পরে বিজয়কে অস্বীকার করেনি। এখন সময় এসেছে অতীত ভুলে জাতিগত ঐক্য প্রতিষ্ঠার।”
সমাপনী বক্তব্যে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেন কোনোভাবেই ভেঙে না পড়ে, সেদিকে আমাদের সকলের সচেতন দৃষ্টি থাকা প্রয়োজন।”




