ময়মনসিংহ নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—জহিরুল ইসলাম (৩২), রুবেল মিয়া (২৮) ও সোহেল রানা (৩০)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং পূর্বে নানা অপরাধে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন তথ্যের ভিত্তিতে চরপাড়া কপিক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মুখোশ ও রশি উদ্ধার করা হয়েছে।”
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।
 Post Views: ৩৪৬
								
				

            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            