বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ।
বুধবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা সম্বন্নিত কার্যালয়।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়ার ট্রলি ব্যবহারে টাকা আদায়, এম্বুলেন্স সেবায় দৌড়াত্বের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন জানান,হাসপাতালে অভিযানের পর বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে কমিশনে প্রতিবেদন পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Post Views: ১২৫