‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোল করা হয়। এর পরে একটি শোভাযাত্রা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ী সংগঠনের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা থানার ওসি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নওশেদুজ্জামান। এর পরে বিভিন্ন সমবায়ী প্রতিস্থানের মাঝে সনদ ও সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় একটি পরীক্ষিত ও কার্যকর সংগঠন ব্যবস্থা, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা আরও বলেন, সমবায়ের মাধ্যমে সমাজে ন্যায়, সাম্য ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
								
				
