বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের নকলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মো. ইলিয়াস খানের পক্ষ থেকে এ কর্মসূচি পরিচালিত হয়।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথচারী ও দোকানদারসহ সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইলিয়াস খান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে ন্যায়ভিত্তিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।”

