শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চরঅষ্টধর ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণ খোলা বাজার প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তার সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ তোফায়েল আহম্মেদ শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ আব্দুল হান্নান।
কর্মীসভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন (মিন্টু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন জুয়েল এবং যুগ্ম-আহ্বায়ক মোঃ টনি সরকার (সোহাম)। এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান এবং দলের প্রতি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
								
				

            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            
            

