বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইটনায় এসডিএফ-এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে এসডিএফ-এর দিনব্যাপী স্টেকহোল্ডার কর্মশালায় মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ অলাভজনক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’-এর উদ্যোগে এই ‘উপজেলা স্টেকহোল্ডার (অংশীজন) কর্মশালা’র আয়োজন করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ মিলনায়তনে এসডিএফ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসডিএফ-এর বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্স এন্টারপ্রিনারশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই-RELI)’ প্রকল্পের আওতায় মূলত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি এবং কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফ-এর কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করা। এসডিএফ তাদের আরইএলআই প্রকল্পের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। বিশেষ করে হাওর অঞ্চলের নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতায় এই উদ্যোগ প্রশংসনীয়।”

এসডিএফ-এর জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) মো. মনিরুল ইসলাম মনিরের প্রাণবন্ত সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক (হেলথ ও নিউট্রিশন) মো. আহমেদ তাকি তাহমিদ। তিনি প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধানচন্দ্র দেবনাথ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিজয় কুমার হালদার। বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। তারা এসডিএফ-এর সুবিধাভোগীদের সরকারি স্বাস্থ্য ও কৃষি সেবা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে এসডিএফ-এর কার্যক্রম ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) শাহিনুর আক্তার হ্যাপী, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মো. রুস্তম আহমেদ এবং ক্লাস্টার অফিসার মো. আবুল কালাম ও মো. সিরাজ উদ্দিন। এছাড়া কারিগরি সহায়তা ও মাঠ কার্যক্রম নিয়ে কথা বলেন ক্লাস্টার হেলথ ও নিউট্রিশন ফেসিলিটেটর (ডিএমএফ) মো. আনোয়ার হোসাইন।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল সুবিধাভোগী ও তৃণমূল উদ্যোক্তাদের অংশগ্রহণ। সুবিধাভোগীদের পক্ষ থেকে নার্গিস আক্তার, ফুলেছা আক্তার ও জহুরা বেগম তাদের অভিজ্ঞতার কথা জানান।

তারা বলেন, এসডিএফ-এর মাধ্যমে তারা শুধু ঋণ সহায়তাই পাচ্ছেন না, বরং কীভাবে পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করা যায় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যায়, সে বিষয়েও প্রশিক্ষণ পাচ্ছেন।

দিনব্যাপী এই কর্মশালায় ইটনা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং এসডিএফ-এর বিভিন্ন ক্লাস্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত আরইএলআই প্রকল্পের বিপুল সংখ্যক উপকারভোগী নারী সদস্য ও অংশীজন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় ৩২’শ কৃষক পেলেন সরকারি প্রণোদনা
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় পাঠাকাটা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ শেরপুরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ডা: উম্মে রাকিবা জাহান মিতু
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ১০ ফুট উচ্চতার সুনামির সতর্কতা, উপকূলে তীব্র আতঙ্ক
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ নকলায় ঐতিহ্যবাহী কায়দা বাজারদী গোরস্থান ও এতিমখানা’ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ ইটনায় এসডিএফ-এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ শেরপুরের সীমান্তে খড়ের গাদায় মিলল চোরাই পণ্যের ভাণ্ডার, এনএসআই’র তথ্যে বিজিবি’র অভিযান
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ জামালপুরে সকল ওসির বিদায় সংবর্ধনা: নির্বাচনী চ্যালেঞ্জের বার্তা দিলেন এসপি
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ স্বপ্ন ও দীর্ঘশ্বাসের নাম ‘প্রবাস’: রেমিট্যান্স যোদ্ধাদের পর্দার আড়ালের গল্প
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | এলাকাভিত্তিক সংবাদ আজ ৭ ডিসেম্বর: শেরপুর ও নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস

আরও পড়ুন