...
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত: নকলায় তিল চাষে ঝুঁকছেন কৃষকরা

নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলায় ব্রহ্মপুত্রের চরাঞ্চলে তিল চাষে  চাষীদের আগ্রহ বেড়েছে

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের অনাবাদি জমিতে চাষ করা বিস্তীর্ণ তিল খেত। ছবি: দেশের পত্রিকা ২৪.কম

তৈল জাতের ফসল তিল চাষের অনুকূল আবহাওয়া থাকা স্বত্ত্বেও বাংলাদেশে খুব অল্প পরিমাণ জমিতেই তিল চাষ করা হয়। যদিও খাদ্য-পুষ্টি, তেল, পশু খাদ্য, শিল্পের কাঁচামাল প্রভৃতি বিবিধ উদ্দেশ্যে তিল বীজ ও তিলের গাছ ব্যবহৃত হয়। তবে, শষ্য ভান্ডার খ্যাত শেরপুরের নকলায় বিলুপ্তপ্রায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এবার তিলে নবযুগের সূচনা হবে এমন ধারনা করেছেন কৃষকরা।

বহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার অপেক্ষেকৃত অনুর্বর জমিতে ধানের ফলন কম হওয়ায় ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এ এলাকার কৃষকরা ধান ছেড়ে তিলসহ অন্যান্য শস্য আবাদে ঝুঁকছেন। বেলে ও বেলে-দোঁআশ মাটির অনাবাদি জমিতে কম পরিশ্রমে অধিক ফলন পাওয়ায় যায়। এছাড়া চাহিদা অনুযায়ী দাম পাওয়ায় চরাঞ্চল ও নদ-নদীর তীরবর্তী এলাকার কৃষকরা তিল চাষে আগ্রহী হয়েছেন। এবার চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় তিল চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা।

শেরপুরের নকলায় দিন দিন বাড়ছে তিল চাষের পরিমাণ ও চাষির সংখ্যা। তিল চাষ করে লাভবান হচ্ছেন উপজেলার চরঅষ্টধর, চন্দ্রকোণা, পাঠাকাটা, টালকী, বানেশ্বরদী ও উরফা ইউনিয়নের অগণিত চাষি। ব্রহ্মপুত্রনদ সহ বিভিন্ন নদী ও শাখা নদীর তীরবর্তী অনুর্বর পতিত জমিতে অন্যকোন ফসল ভালো না হলেও তিলের উৎপাদন ও দাম বেশি পাওয়ায় এ ফসল চাষে ঝুঁকছেন কৃষক। চাষের অনুকূল আবহাওয়া থাকা সত্বেও অল্পপরিমান জমিতে তিল চাষ করা হলেও, নকলার চন্দ্রকোনা, চরঅষ্টধর ও পাঠাকাটা ইউনিয়নের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের যে দিকে দৃষ্টি যায় সেদিকেই শুধু তিল গাছের সবুজের সমারোহ চোখে পরে।

Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি
শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের অনাবাদি জমিতে চাষ করা বিস্তীর্ণ তিল খেতের স্মৃতি ধরে রাখতে ছবি উঠাচ্ছে নতুন প্রজন্ম।

সরে জমিনে ঘুরে দেখা গেছে, চলতি মৌসুুমে উপজেলায় ১৪ থেকে ১৫ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে। এছাড়া সবজি খেতের বা অন্যান্য ফসলের আইলে তিলের আবাদ সবার নজর কেড়েছে। যা গেল বছরের তুলনায় প্রায় দেড়গুণ। গতবছর ৮ থেকে ৯ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছিল। এখানকার উৎপাদিত তিলের দানা অধিক পুষ্ট হওয়ায় বেশ চাহিদা রয়েছে।

৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের কৃষক মো. তারা মিয়া, মো. এরশাদ আলী ও কামরুল হাসানসহ অনেকেই জানান, বিভিন্ন ব্রক্ষ্মপুত্র নদীর পাড়ে ও চরে বশত বাড়ির আঙ্গিনা ও খালি জমিতে এই তিল চাষাবাদ হয়ে থাকে। কম খরচে অধিক লাভ হওয়ায় তিল চাষাবাদে কৃষকরা প্রতি বছরের মতো এবারও ঝুঁকে পড়েছে। এতদিন যে পরিমান তিলের তেল ও তিলের অন্যান্য পন্য আমদানী করা হতো এবছর থেকে তা অনেকাংশে কমে যাবে।

ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব ছাইদুল হক, বাছুরআলগার কৃষক মুক্তার হোসেন ও ভুরদী গ্রামের মোখলেছুর রহমানসহ অনেকেই জানান, তিল চাষে কোন খরচ নেই বললেই চলে। যে খরচ হয় তার তুলনায় ৫/৬ গুন বেশি লাভ পাওয়া য়ায়। কৃষকরা জানান, কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ নিয়ে তিলের যত্ন নিচ্ছেন তারা। তাদের তিল ক্ষেতের অবস্থা দেখে অনেকে মনে করছেন এবারের উৎপাদন কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়াবে। উৎপাদন খরচ কম, কিন্তু লাভ বেশি পাওয়ায় আগামীতে তিল চাষীর সংখ্যা ও জমির পরিমাণ অনেক বাড়বে এমনটাই আশাব্যক্ত করছেন চাষীরা। শস্য মজুদকারী তথা মজুদ ব্যবসায়ীরা জানান ধান, গম ও ভূট্টা মজুদ করার চেয়ে তিল বা সল্পকালীন অন্যান্য কৃষিপন্য মজুদ করলে লাভ ও কদর উভয়ই বেশি পাওয়া যায়। এসব শস্যে লোকসান হওয়ার সম্ভাবনা কম থাকে।

নকলা উপজেলা কৃষি অফিসারা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী বলেন, আমাদের দেশে তৈল ফসলের মধ্যে অন্যতম একটি হলো তিল। যা তৈলজাত ফসল হিসেবে ধরা হয়ে থাকে। এই তৈলজাত ফসলটি অন্যান্য জমির চেয়ে অপেক্ষাকৃত কম উর্বর জমিতে ফলানো সম্ভব। এই ফসল আবাদে খরচ ও শ্রম কম লাগে। তিল অন্যান্য ফসলের আইলেও ফলানো যায়। তাই কৃষকরা দিন দিন তিল চাষে ঝুঁকছেন। মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

তাছাড়া কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়াসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে ১১ হেক্টর জমিতে এ তিল চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১২.৭৮ মেট্রিকটন। কৃষি বিভাগের পরামর্শে প্রায় দেড় মাস আগে থেকে এ তিল চাষাবাদ শুরু করা হয়েছে। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে বলেও জানান কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

শীতে ত্বকের যত্ন: শুষ্কতা কাটিয়ে সজীব ও উজ্জ্বল থাকার উপায় শীতে ত্বকের যত্ন: শুষ্কতা কাটিয়ে সজীব ও উজ্জ্বল থাকার উপায়
শেরপুরে কালের গর্ভে বিলীন হচ্ছে মৃৎ শিল্প ঐতিহ্যের কান্না: শেরপুরে কালের গর্ভে বিলীন হচ্ছে মৃৎ শিল্প
নকলায় ব্রহ্মপুত্রের চরাঞ্চলে তিল চাষে  চাষীদের আগ্রহ বেড়েছে চরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত: নকলায় তিল চাষে ঝুঁকছেন কৃষকরা
নকলায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী নকলায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি নকলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে প্রশিক্ষনার্থী-অভিভাবক সমন্বয়ে অনুপ্রেরণামূলক ওরিয়েন্টেশন
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি সীমান্তে রাতভর বিজিবির শ্বাসরুদ্ধকর অভিযান: কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি নকলায় শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন অভিভাবক
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি নকলা পৌরসভায় আধুনিকতার ছোঁয়া: নিরাপত্তা ও মাতৃসেবায় যুক্ত হলো নতুন দিগন্ত
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি নকলায় অসহায়দের মাঝে কম্বল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
Desherpotirka24.com | দেশের পত্রিকা২৪ | কৃষি নকলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আরও পড়ুন

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.