শেরপুরের নকলায় সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ব্র্যাক-এর অর্থায়নে প্রশিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নকলা পৌরশহরের গ্রীনরোডস্থ (কামাড়পট্টি) নলেজ প্লাস কোচিং সেন্টারের মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষনার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন। প্রশিক্ষনার্থীদের কাজের গতি বৃদ্ধি ও তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করার লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্প সংগঠনক (পি.ও) মো. নুর হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং একে অপরের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর ওরিয়েন্টেশন সংশ্লিষ্ট মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব ও সফলতার দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম চঞ্চল। তিনি প্রশিক্ষণার্থীদের তাদের দক্ষতা অর্জনের পথে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং স্বাবলম্বী হওয়ার গুরুত্ব তুলে ধরেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসাইন। বক্তৃতায় তিনি বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচি কেবল দক্ষতা বৃদ্ধি করে না, এটি প্রশিক্ষনার্থীদের আত্মবিশ্বাস ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। প্রশিক্ষনার্থীদের প্রতিটি হাত আগামীতে দেশ ও জাতির উন্নয়নে নিবেদিত হয়ে উঠবে।’ তিনি আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে বেকারত্ব বহুলাংশে কমবে এবং দেশ ও জাতির আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পের পিয়ার লিডার (পি.এল) আফিফা সুলতানা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মাজহারুল ইসলাম লালন, নলেজ প্লাস কোচিং সেন্টারের পরিচালক জাহেদুল ইসলাম শ্যামল, বিশিষ্ট লেখক-সাংবাদিক সেলিম রেজা, তরুণ লেখক-সাংবাদিক লিমন আহমেদ ও হাসান মিয়া। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে প্রশিক্ষনার্থী ও অভিভাবকদের অনুপ্রেরণা জোগান। তারা যেকোনো প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে নিজেক কিভাবে মানিয়ে নেওয়া যায় এবং ধৈর্য সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন।
প্রকল্প সংগঠনক মো. নুর হোসেন তার সভাপতির বক্তব্যে জানান, স্বাবলম্বী উন্নয়ন সমিতি দীর্ঘদিন ধরে দেশের বেকারত্ব হ্রাসে বিভিন্ন কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই নকলা এলাকার আগ্রহী বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বিভিন্ন ট্রেডে বিনামূল্যে ৬ মাসব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ৬ মাসের প্রশিক্ষণ শেষে এদের কেউই বেকার থাকবেন না; সবাই নিজ নিজ কর্মদক্ষতায় স্বাবলম্বী হয়ে উঠবেন।
ওরিয়েন্টেশন কর্মসূচিতে বিভিন্ন ট্রেডের মোট ৪৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- মোবাইল ফোন সার্ভিসিং: ৮ জন
- মোটরসাইকেল সার্ভিসিং: ৬ জন
- আইএসটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি): ১৪ জন
- বিউটি সেলুন (নারী): ৮ জন
- উড ফার্ণিচার ডিজাইন: ৪ জন
- উড ফার্ণিচার মেকিং: ৪ জন
- ড্রেস মেকিং (পুরুষ): ৪ জন
- ড্রেস মেকিং (নারী): ৪ জন
প্রশিক্ষণার্থীদের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থকে আগত প্রায় ৫০ জন অভিভাবকও এই ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সন্তানদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় অভিভাবকেরা তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এই সফল ওরিয়েন্টেশন প্রোগ্রামটি নকলা উপজেলায় দক্ষতা ও স্বনির্ভরতার এক নতুন দিগন্ত উন্মোচন করল।
