শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. খলিলুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. গোলাম সারোয়ার, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক, কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সরকার ন্যায্যমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে।
ইউএনও উদ্বোধনী বক্তব্যে জানান, আমন মৌসুমে যাতে কোনো প্রকার অনিয়ম না হয়, সেই বিষয়ে প্রশাসন সতর্ক আছে। প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ধান-চাল সংগ্রহ নিশ্চিত করা হবে।
উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবার ১১৯ মেট্রিক টন ধান এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০৮ মেট্রিক টন। একজন কৃষক ৩৪ টাকা কেজি ধরে ৩ মেট্রিক টন ধান গোদামে বিক্রয় করতে পারবেন। চুক্তিবদ্ধ ১০টি রাইস মিল এর মালিক ৫০টাকা কেজি দরে চাল সরবরাহ করবেন।

