শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষে পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন পরিবারের কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ।
পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার, রমা রানী সাহা, ছাহেরা খাতুন, উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান, সরকার মো. আবু রায়হান প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈধ দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। বিশেষ করে নিয়োগবিধি সংশোধন, পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং কাঠামোগত বৈষম্য দূরীকরণ এখন সময়ের দাবি। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন।
