ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র পৃথক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর রাতে গোবরাকুড়া ও গজনী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা এসব পণ্য আটক করেন।
অভিযানে ৮০৩টি ভারতীয় মোবাইল ডিসপ্লে, একটি নোকিয়া বাটন মোবাইল, একটি গ্রামীণফোন সিম এবং ৯৬ মিটার গজ কাপড় জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ৩১ হাজার ৭০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত পথে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির সতর্ক টহলের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।






