নওগাঁ জেলা রাইফেল ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানের প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
পদাধিকার বলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল সভাপতি এবং
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার-বিপিএম কে সিনিয়র সহ-সভাপতি করে কমিটি গঠন করা হয়।
এছাড়া নির্বাচিতদের মধ্যে মুক্তিযোদ্ধা জাতীয় নির্বাহী কমিটির সদস্য নওগাঁ জেলা মুক্তিযুদ্ধো কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম কে সহ-সভাপতি এবং সাংবাদিক মাহমুদুল হক কে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
পরিচিত সভায় বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন
নওগাঁ জেলা রাইফেল ক্লাব যেন শুধু জাতীয় পর্যায় নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের অবস্থান তৈরি করতে পারে।
ক্লাবের লক্ষ্য স্পষ্ট— শুটিংয়ে নওগাঁকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক স্তরে জেলার প্রতিনিধিত্ব করা।
বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন যে, সকলের সহযোগিতায় এই নতুন কমিটি নওগাঁর ক্রীড়াঙ্গনে এক নতুন গতির সঞ্চার করবে। এই নবযাত্রায় সফল হবে।
নব নির্বাচিত সদস্যদের ক্রেষ্ট দিয়ে বরন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সহ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।



