শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৬০ লাখ টাকা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:

ছবি: দেশের পত্রিকা ২৪ ডট কম

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে দুইজন গারো নারী উদ্যোক্তাও রয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী মিশন রোডের বটতলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোর ৫টার দিকে গারো নারী মিতালী ঘাগ্রার মালিকানাধীন “সিলসি বস্ত্রালয়” থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনে খোরশেদ আলমের “ভাই ভাই হোটেল”, আলহাজ জমশেদ আলীর “আল্লাহ সাফি ফার্মেসী”, প্রজাপতি সাংমার কাপড়ের দোকান এবং বন্দনা চাম্বুগংয়ের বন্ধ মনোহারী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখায় দোকানগুলোর সমস্ত মালামাল ছাইয়ে পরিণত হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ও বারোমারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সব পণ্য ও মূলধন পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তারা দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। ক্ষতিগ্রস্তদের আবেদন পাওয়ার পর সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।”

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

নকলায় এসিল্যান্ডে’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, কনের পরিবারকে আর্থিক জরিমানা
নকলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে হুমামের পুষ্পস্তবক অর্পণ
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম, অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী কিবরিয়া
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হুইপ পুত্র ফাহিম চৌধুরী
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নকলায় আলোচনা ও শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় ধর্ষিতা পাগল নারীর সন্তান প্রসব, ধর্ষককে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আরও পড়ুন