ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন নাসরিন আক্তার। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আমিনুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত এ কর্মকর্তা যোগদানের পর সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নাসরিন আক্তার ৩৫তম বিসিএসের মাধ্যমে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করছিলেন।
Post Views: ৮৪




