শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোরআন অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :

ছবি: দেশের পত্রিকা ২৪ ডট কম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কুরআন অবমাননার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা।
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৬ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পবিত্র আল-কুরআন মুসলমানদের জীবন ও আদর্শের আলোকবর্তিকা। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না।” তারা অভিযুক্ত অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান বলেন, “কুরআন অবমাননা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি রাষ্ট্রবিরোধী একটি গুরুতর অপরাধ। সরকারকে অবশ্যই এমন ঘটনার ইন্ধনদাতাদের আইনের আওতায় আনতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর বলেন, “দেশে একের পর এক কুরআন অবমাননার ঘটনা ঘটছে কারণ পূর্বের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই—অপূর্ব পালের ফাঁসি নিশ্চিত করতে হবে।”

উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা মাহাদী হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী পৌর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে পবিত্র কুরআন অবমাননা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

নকলায় এসিল্যান্ডে’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, কনের পরিবারকে আর্থিক জরিমানা
নকলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে হুমামের পুষ্পস্তবক অর্পণ
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম, অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী কিবরিয়া
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হুইপ পুত্র ফাহিম চৌধুরী
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নকলায় আলোচনা ও শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় ধর্ষিতা পাগল নারীর সন্তান প্রসব, ধর্ষককে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আরও পড়ুন