সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, প্রতিনিধিবৃন্দ, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষার মানোন্নয়নে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত ফলাফল সম্ভব নয়। এজন্য প্রত্যেক শিক্ষককে দায়িত্বশীল, সৃজনশীল ও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।
সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা খুব শিগগিরই কার্যকর করা হবে বলে জানানো হয়।





