‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গোপালবাড়ী এলাকার গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জীতেন্দ্র চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানের শুরুতে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের ৭১-সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এরপর সভায় প্রিয় অতিথি এ বি এম মামুনুর রশীদ পলাশ, বিশেষ অতিথি শফিকুল ইসলাম মাসুদ, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব দাম, যুগ্ম আহবায়ক প্রদীপ রঞ্জন দে, রাজন চন্দ্র দাস, সদস্য প্রিয়তোষ সরকার, তুষার ভৌমিক, হরিদাস কর্মকার স্বপন, দেবজিৎ পোদ্দার ঝুমুর, নব কুমার সাহা, গোপাল সেনগুপ্ত প্রমুখ বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সদস্যসচিব সুব্রত চন্দ্র দে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বাস করেন। তাই এ দেশের ধর্মীয় সংখ্যালংঘু নাগরিকেরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে এবং তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। সভায় সংগঠনের শতাধিক সদস্য ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।



