১৫ জুলাই মঙ্গলবার দুপুরে নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম এবং অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
সাক্ষাৎকালে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরুজ, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাত শেষে নেতৃবৃন্দ ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে প্রশাসনের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



