মুম্বাইয়েই বেড়ে ওঠা দেবের গল্পটা কিন্তু গ্ল্যামার দুনিয়ার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বলিউডে ডাক পেয়েছেন কি না—এই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে দেব বললেন, মিউজিক রাইটস বিক্রি করতেই মাসে অন্তত দশদিন মুম্বাইতে থাকতে হয় তাকে। “সবমিলিয়ে আমার বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতেই হচ্ছে,” বলে জানালেন তিনি।
তবে এতো সফর আর থাকার খরচ কম নয়। “মুম্বাইতে হোটেলে থাকা মানেই খরচ সাপেক্ষ ব্যাপার! তাই সেসবের জন্যই এখন মুম্বাইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি,” খোলাখুলি স্বীকার করলেন দেব।
তাঁর কথায় প্রেমিকা রুক্মিণীর ক্যারিয়ারের কথাও এসেছে। “একলা একলা সাহস পাচ্ছিলাম না। তাছাড়া আমার মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের একজন অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি তাকে ঠেলে না দিই, তাহলে অন্যায় হবে,” দেবের মনের কথা।
অবশেষে বললেন, “এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে।”
বস্তুত, মুম্বাইয়ের গ্ল্যামার জগতে নিজের স্থান তৈরি করতে গিয়ে দেবের এই সংগ্রাম, আশা আর পরিকল্পনা অনেককেই অনুপ্রাণিত করবে।


