শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তেরর একটি বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এসময় ধরতে যাওয়া এক কিশোরকে সাপটি কামড়ে দেয়। খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুর সাপটিকে উদ্ধার করে বন বিভাগ।
সাপের কামড়ে আহত কিশোরের নাম মো.রাকিব মিয়া (১৪)। সে উপজেলার পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের ছেলে। আহত রকিবকে বারোমারি মিশন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন বিভাগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের বাড়িতে আমগাছে মঙ্গলবার সকালে সাপটিকে একটি আমগাছে দেখতে পান বাড়ির লোকজন। এসময় গাছে নিচে জালপেতে সাপটিকে লাঠি দিয়ে খোচিয়ে নিচে ফেলা হয়। জাল থেকে বস্তা বন্দির করার সময় সাপটি রাকিবকে কামড়ে দেয়। পরে দ্রুত চিকিৎসা দিতে রাকিবকে বারামারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়।
আজ দুপুরে বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মধুটিলা এলাকার বনে অবমুক্ত করা হয়ে।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তা মো.দেওয়ান আলী বলেন,গারোপাহাড় থেকে সাপটি একটি গাছে আশ্রয় নিয়েছিল। পরে ধরতে গিয়ে সাপটি একজনে কামড়ে দিয়েছে। উদ্ধারের পর বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।





