প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক চীনা যুবক। গোপালগঞ্জ জেলা শহরের নীচুপাড়া এলাকার প্রেমিকা সীমার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তিনি পৌঁছেছেন সরাসরি তার বাড়িতে। আশপাশের এলাকায় এ ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, সীমা ও তার চীনা স্বামীকে দেখতে ভিড় করছে উৎসুক জনতা।
সীমার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিক লিউ সিলিয়ানের সঙ্গে পরিচয় হয় মো. আবুল হোসেন হাওলাদারের মেয়ে সীমার। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়ে প্রেমে রূপ নেয়।
প্রেমের গভীর টানেই গত শুক্রবার চীন থেকে বাংলাদেশে আসেন লিউ সিলিয়ান। সরাসরি চলে আসেন গোপালগঞ্জে, সীমার বাসায় অবস্থান নেন। পরে উভয় পরিবারের সম্মতিতে প্রেমিকা সীমাকে বিয়ে করেন তিনি।
বিয়ের আগে লিউ সিলিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় মো. সাদেকুর রহমান সানি। এরপর কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমা ও সাদেকুর রহমানের বিয়ে সম্পন্ন হয়।






