শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত-ইসরায়েল গোপন রণকৌশল, অক্টোবরে পাকিস্তানে হামলার পরিকল্পনা ফাঁস

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পরমাণু বোমার কার্যক্রম বন্ধে ভারতের সহায়তা নিয়ে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল।

পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনায় যুক্ত হতে যাচ্ছে ভারত ও ইসরায়েল—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও বিশ্লেষক মহল।বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধ শেষ হলেও আঞ্চলিক উত্তেজনা থেমে নেই। এবার লক্ষ্যবস্তু পাকিস্তান।অক্টোবরের আগেই ভারত-ইসরায়েল যৌথভাবে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি উঠেছে একাধিক আন্তর্জাতিক সূত্রে।

বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্ক শুধু কৌশলগত নয়, মতাদর্শগতও। একদিকে জায়নবাদ, অন্যদিকে হিন্দুত্ববাদ—এই দুই চরমপন্থী মতবাদের জোট যেন নতুন রণকৌশল গড়ে তুলছে।

সাউথ আফ্রিকার বিশিষ্ট সাংবাদিক আজাদ এসা বলেন, “কাশ্মীর ও ফিলিস্তিন—দুই ভূখণ্ডেই একই ধরনের দমননীতি প্রয়োগ করছে ভারত ও ইসরায়েল।” এসার মতে, এই দুটি রাষ্ট্র এখন ঘনিষ্ঠ সামরিক জোটে পরিণত হয়েছে।

২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। সেই সময় থেকেই সামরিক ও গোয়েন্দা সহযোগিতায় অভাবনীয় অগ্রগতি হয়েছে দুই দেশের মধ্যে।

‘মডার্ন ডিপ্লোমেসি’ নামের ইউরোপীয় থিংকট্যাঙ্ক গত ২৪ জুন একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক ড. জুলিয়ান স্পেন্সার-চার্চিল মন্তব্য করেন:

“ইরানকে দমন করার পর পাকিস্তান হবে পরবর্তী টার্গেট। ভারতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ড্রোন, ক্রুজ মিসাইল ও বিমান হামলার মাধ্যমে পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলিতে হামলার পরিকল্পনা রয়েছে।”

একই সুরে হিব্রু ইউনিভার্সিটির অধ্যাপক ও প্রাক্তন প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি ১৮ জুন এক্স (সাবেক টুইটার)-এ আরবিতে লেখেন:

“ইরান অভিযান শেষে পাকিস্তানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হতে পারে।”এই মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বহু ভারতীয় এক্স-ব্যবহারকারী ‘অপারেশন সিন্দুর’-এর নামে পাকিস্তানকে পরমাণুহীন করার আহ্বান জানান।।

সম্প্রতি আদানি গ্রুপ ও ইসরায়েলের এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে ভারতে তৈরি হচ্ছে হায়-টেক ড্রোন হার্মিস ৯০০, যা ইতোমধ্যেই গাজা ও ইরানে ব্যবহৃত হয়েছে। পাকিস্তান দাবি করেছে, এই ড্রোন দিয়েও ভারতের হামলা প্রতিহত করা হয়েছে।

বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এই আগ্রাসী পরিকল্পনার পেছনে অন্যতম চালিকাশক্তি। আসন্ন বিহার নির্বাচনকে সামনে রেখে মোদির সরকার হয়তো জাতীয়তাবাদ উস্কে দিতে পাকিস্তানবিরোধী আগ্রাসনের পথ বেছে নিতে পারে।

ফারুক আবদুল্লাহর মতো কাশ্মীরি নেতারাও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যদি আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান না হয়, তবে কাশ্মীরও একদিন গাজায় পরিণত হতে পারে।”

যদিও ভারত-ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ ঘোষণার কোনো বার্তা আসেনি, কিন্তু সামরিক প্রস্তুতি, আন্তর্জাতিক ভাষ্য, সোশ্যাল মিডিয়া বার্তা ও গোয়েন্দা তৎপরতা—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় উত্তেজনার বারুদের গন্ধ স্পষ্ট।

তবে পাকিস্তানের একটাই বার্তা—”আমরা গাজা নই, ভুল করেও তা ভাববেন না!”

সূত্র: জিও নিউজ, মডার্ন ডিপ্লোমেসি, এক্স, আন্তর্জাতিক বিশ্লেষণ

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

নকলায় এসিল্যান্ডে’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, কনের পরিবারকে আর্থিক জরিমানা
নকলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে হুমামের পুষ্পস্তবক অর্পণ
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম, অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী কিবরিয়া
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হুইপ পুত্র ফাহিম চৌধুরী
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নকলায় আলোচনা ও শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় ধর্ষিতা পাগল নারীর সন্তান প্রসব, ধর্ষককে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আরও পড়ুন