শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীর ফিরোজ বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশন মহিলা দলের সহকারী প্রশিক্ষক হলেন

আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

ছবি: দেশের পত্রিকা ২৪.কম

বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল দলের সহকারী প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর কৃতি সন্তান মো. ফিরোজ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ বুলু। রবিবার (২৭ জুলাই) ফেডারেশনের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের তথ্য জানানো হয়।

জানা গেছে, সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (সিএভিএ)-এর তত্ত্বাবধানে ১৪ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপে অনুষ্ঠিত হবে “সিএভিএ উইমেন্স নেশনস কাপ-২০২৫”। এছাড়া আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম সাউথ এশিয়ান গেমস। উভয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল দল।

প্রতিযোগিতাগুলোতে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশন একটি শক্তিশালী দল গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী ৩০ ও ৩১ জুলাই অনাবাসিক বাছাইপর্ব এবং ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্যই ফিরোজ আলমকে সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মো. ফিরোজ আলম শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন এবং পরে পুলিশের জাতীয় ভলিবল দলে খেলোয়াড় হিসেবে যুক্ত হন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভলিবল খেলায় অংশ নিয়ে তিনি দেশের জন্য সম্মান বয়ে আনেন। একসময় তিনি বাংলাদেশ পুলিশ ভলিবল দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই দলের প্রশিক্ষক হিসেবে কর্মরত।

এ বিষয়ে অনুভূতি জানিয়ে ফিরোজ আলম বলেন, *“আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”*

 

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

নকলায় এসিল্যান্ডে’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, কনের পরিবারকে আর্থিক জরিমানা
নকলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে হুমামের পুষ্পস্তবক অর্পণ
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম, অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী কিবরিয়া
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হুইপ পুত্র ফাহিম চৌধুরী
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নকলায় আলোচনা ও শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় ধর্ষিতা পাগল নারীর সন্তান প্রসব, ধর্ষককে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আরও পড়ুন