কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর এলাকার ছাত্তার ভিলা বাড়িটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের মুখে দিয়ে সাদা লালা বের হচ্ছিল।
নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু(১৫)। জাহেদা স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন ।
বুড়িচং দেবপুর ফাঁড়ি উপ-পরিদর্শক সাইদুল ইনলাম জানান, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রিয়ার আলামত উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
Post Views: ১১২






