হবিগঞ্জ জেলা কারাগারে জামাকাপড়ের ভেতরে গাঁজা লুকিয়ে এক বন্দির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাকালে ধরা পড়েছেন মো. ফজলু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। শনিবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক ফজলু মিয়া হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা। তার পিতা মকবুল হোসেন।
কারাগারের জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, বিকেলে ফজলু মিয়া এক বন্দির জন্য জামাকাপড় নিয়ে কারাগারে আসেন। তল্লাশির সময় কারারক্ষীরা তার আনা প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলেই একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।
Post Views: ১৯৮






