নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন ও গনতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি মাওনা চৌরাস্তার মহাসড়ক প্রদক্ষিন করে উড়াল সেতুর নিচে এসে শেষ হয়। এসময় শ্রীপুর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় তিনি বলেন,’একটি অদৃশ্য শক্তি ও কুসক্রী মহল দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত লিপ্ত। তারা দেশের গনতন্ত্র ধ্বংস করতে চায়৷ দেশের গনতন্ত্র রক্ষায় বীরদর্পে চেষ্টা করা বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির বিরুদ্ধেও চক্রান্তে নেমেছে। এখন বিএনপির সুনাম নষ্ট করার জন্য দেশ ব্যাপী চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো জঘন্যতম কাজ করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। সকলকেই সজাগ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ‘






