শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলার ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পেলো ৫১৫০টি গাছের চারা

নিজস্ব সংবাদদাতা:

ছবি: দেশের পত্রিকা ২৪ ডট কম

শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ উৎসাহিত করতে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় এবং উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে চারা বুঝিয়ে দেওয়া হয় এবং পরে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সেই চারা তুলে দেন।

এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে একটি করে কাঁঠাল, জাম, নীম ও কদবেল গাছের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে—

  • কাঁঠাল, জাম, নীম ও কদবেল — প্রতিটি ১,৪০০টি করে

  • নারিকেল — ৬৫০টি

  • তালের চারা — ৩০০টি

তিনি আরও বলেন, “এই গাছগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে না, পাশাপাশি আগামী কয়েক বছরে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার সৌন্দর্যও বাড়াবে।”

এই কার্যক্রমে শিক্ষার্থীরা চারা পেয়ে আনন্দিত ও উৎসাহী হয়ে ওঠে, যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিমুখী ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা।

সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে…..

নকলায় এসিল্যান্ডে’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ, কনের পরিবারকে আর্থিক জরিমানা
নকলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার মাজারে হুমামের পুষ্পস্তবক অর্পণ
নালিতাবাড়ীতে ড্রাইভিং ট্রেনিং সেন্টার উদ্বোধন
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার মাল জব্দ
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফাহিম, অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী কিবরিয়া
শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হুইপ পুত্র ফাহিম চৌধুরী
৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নকলায় আলোচনা ও শোভাযাত্রা
রাঙ্গুনিয়ায় ধর্ষিতা পাগল নারীর সন্তান প্রসব, ধর্ষককে গ্রেপ্তার
নালিতাবাড়ীতে ‘ফাতেমা রাণী মা মারীয়ার তীর্থ উৎসব’ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আরও পড়ুন