শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
ভুক্তভোগী দোকান মালিক বিল্লাল মিয়া বলেন,“ভোরবেলায় আমরা ঘুমে ছিলাম। বাজারের লোকজন জানালে দ্রুত এসে দেখি দোকানে আগুন দাউদাউ করে জ্বলছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারিনি। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় দুই ঘণ্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন ততক্ষণে সব শেষ। দোকানঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন একেবারে পথে বসে গেছি।”
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা: বৈদ্যুতিক শর্ট সার্কিট
শ্রীবরদী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা আশরাফ হোসেন জানান,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



