চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের তরুণ উদ্ভাবক আশির উদ্দিন নিজ হাতে তৈরি করেছেন যুদ্ধ বিমান ও ড্রোন। দীর্ঘদিন স্বল্প পরিসরে কাজ করে গেলেও এবার তার উদ্ভাবনী উদ্যোগকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ পেলেন তিনি।
সোমবার (১৬ জুন) আশিরের বাড়ি পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে “আমরা বিএনপি পরিবার” এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আশিরকে শুভেচ্ছা, সহানুভূতি এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
রিজভী বলেন, “প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য প্রতিভা জন্ম নিচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তারা হারিয়ে যাচ্ছে। আশিরের উদ্ভাবন জাতিকে অনুপ্রাণিত করেছে।”
২০১৬ সাল থেকে ১৫ বর্গফুটের ঘরে গড়ে তোলা নিজের “এয়ারক্রাফট মেইনটেন্যান্স ল্যাবে” আশির তৈরি করেছেন প্রায় ৬০০ বিমানের মডেল ও ১০টি পূর্ণাঙ্গ ড্রোন। এর মধ্যে কিছু ড্রোন ২০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম এবং ৩০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ইতোমধ্যে তিনি সামরিক বাহিনীর কাছ থেকেও স্বীকৃতি ও সম্মাননা পেয়েছেন।
আর্থিক সহায়তা পেয়ে আশির বলেন, “আমার স্বপ্নের ডানা মেলার সুযোগ করে দিয়েছেন তারেক রহমান।”



