গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে জামাই-শাশুড়ি আটক
মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন এক যুবক ও এক নারী। পথিমধ্যে গোবিন্দগঞ্জ শহর অতিক্রম করার সময় সন্দেহজনকভাবে তাদের আটকায় পুলিশ। পরে তল্লাশিতে বাইকের তেলের ট্যাংকের নিচে বিশেষভাবে লুকানো প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চমকপ্রদ তথ্য হলো—আটক দু’জনের সম্পর্কও বেশ ব্যতিক্রম। তারা একে অপরের জামাই ও শাশুড়ি।
আটককৃতরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারটারি গ্রামের বজলার রহমানের ছেলে ফারুক হোসেন (২৯) এবং একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম রেজা, এসআই মমিনুল ইসলাম ও এএসআই আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল শহরে অভিযান চালায়।
ঢাকা-রংপুর মহাসড়কে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালালে তেলের ট্যাংকের নিচে অভিনব কায়দায় রাখা গাঁজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






