২০২৪-২৫ অর্থ বছরে ময়মনসিংহ জেলার কৃত্রিম প্রজনন কর্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভায় ভালুকা উপজেলা প্রানিসম্পদ হাসপাতালের মহিষ এ আই টেকনিশিয়ান হিসেবে জেলায় শ্রেষ্ট হয়েছেন ভালুকা উপজেলা প্রানি সম্পদ হাসপাতালের মহিষ এ আই টেকনিশিয়ান আরাফাত সানি।
২৫শে জুন বুধবার সকালে ময়মনসিংহ (টাউন হল) এডভোকেট তারেক সৃতি অডিটোরিয়ামে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্ৰের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে জেলার কৃত্রিম প্রজনন কর্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভালুকা উপজেলা প্রানি সম্পদ হাসপাতালের মহিষ এ আই টেকনিশিয়ান আরাফাত সানি মিয়াকে সম্মাননা পত্র প্রদান করা হয়।
উক্ত সম্মাননা পত্রে জানা যায়, আরাফাত সানি মিয়া এ আই টেকনিশিয়ান (মহিষ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, অর্থ বছরে নিজ ভালুকা উপজেলায় কৃত্রিম প্রজনন কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করে গবাদি পশুর জাত উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। এই কাজের প্রতি তাঁর নিষ্ঠা আন্তরিকতা ও পেশাগত দক্ষতা প্রশংসনীয়। আমরা তাঁর সার্বিক সফলতা কামনা করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডাঃ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ বয়জার রহমান, পরিচালক, প্রশাসন, প্রানিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ।
এসময় বিশেষ অতিথি কৃষিবিদ মোঃ শাহজামান খান, পরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর, প্রানিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ, ডাঃ মনোরঞ্জন ধর, পরিচালক বিভাগীয় প্রানিসম্পদ দপ্তর ময়মনসিংহ, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান প্রকল্প পরিচালক, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রুভেন বুল তৈরি প্রকল্প,প্রানিসম্পদ অধিদপ্তর। এই সম্মাননা প্রাপ্তিতে এ আই টেকনিশিয়ান আরাফাত সানি আমি এ কাজের মূল্যায়নে আগামী দিনগুলোতে জনগণের সেবায় আরও অনেক বেশি অগ্রনী ভূমিকা পালনে উৎসাহিত করবে। এবং সুন্দর অনুষ্ঠান আয়োজন ও সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, সহযোগী পৃষ্ঠপোষক এফ.এন.এফ ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ।



