জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শেরপুর জেলা শাখার সাংগঠনিক সভায় এডভোকেট ছামিউল ইসলাম আতাহারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল ৩টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও ফোরামের সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম।
সভায় সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) এডভোকেট মাহবুবুল আলম রকীব।
এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, জেলা পিপি এডভোকেট মো. আব্দুল মান্নান, ফোরামের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট আনিসুজ্জামান, সদস্য সচিব এডভোকেট হারুন অর রশীদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জাহিদুল হক আধার প্রমুখ।
সভার এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে এডভোকেট ছামিউল ইসলাম আতাহারকে শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সভায় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।






