Home » নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ উপলক্ষে শোভাযাত্রা

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ উপলক্ষে শোভাযাত্রা

by desherpotrika
194 views

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নকলার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্ধরাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি হলো আজ বৃহস্পতিবার। দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন। এক মাস পূর্তি উপলক্ষে আজ দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদদের স্মৃতি ধারণ করে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন