Home » নকলায় আশ্রয়ন প্রকল্পের পুনর্বাসিতদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের সমাপনী

নকলায় আশ্রয়ন প্রকল্পের পুনর্বাসিতদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের সমাপনী

by desherpotrika
53 views

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে আশ্রয়ন-২ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিন ব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: একেএম মাহবুবুল আলম সোহাগ, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান মিয়া।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারমান লাকী আক্তার, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, গনপদ্দী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্রো, গনপদ্দী উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ আশ্রয়ন-২ প্রকল্পের উপকারভোগিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন