Home » নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

by desherpotrika
68 views

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় শুরু হয়েছে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বালক বিভাগে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এর সভাপত্বিতে খেলার ভার্চ্যুয়ালী উদ্বোধনী করেন শেরপুর -২ আসনের এমপি সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম মাহবুবুল আলম সোহাগ, আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক, পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ছামিউল হক মুক্তা।

এসময় বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, টালকি ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম মিয়া, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল।

খেলার প্রথম দিনের প্রথম রাউন্ডে ‘ক’ গ্রুপে আজ খেলছেন বানেশ্বর্দী ইউনিয়ন ও টালকী ইউনিয়ন। দ্বিতীয় দিনের  ‘খ’ গ্রুপের উরফা ইউনিয়ন ও চরঅষ্টধর ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হবে আগামি ৩০ জুন। দ্বিতীয় রাউন্ডে আগামি ১লা জুলাই ‘গ’ গ্রুপে পাঠাকাটা ইউনিয়নের সাথে খেলবেন বিজয়ী ‘ক’ গ্রুপ ও ‘ঘ’ গ্রুপে ২ জুলাই চন্দ্রকোনা ইউনিয়নের সাথে খেলবেন বিজয়ী ‘খ’ গ্রুপ। আগামি ৩ জুলাই ‘ঙ’ গ্রুপে নকলা পৌরসভার সাথে খেলবেন নকলা ইউনিয়ন। ৫লা জুলাই ‘চ’ গ্রুপে গনপদ্দী ইউনিয়নের সাথে খেলবেন গৌড়দ্বার ইউনিয়ন। আগামী ৬ ‘ছ’ গ্রুপ  ও ৭ জুলাই ‘জ’ গ্রুপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ জুলাই বিকাল ৩ ঘটিকায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন