Home » শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযানে লাখ টাকা অর্থদন্ড

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযানে লাখ টাকা অর্থদন্ড

by desherpotrika
75 views

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় গড়ে উঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১০জুন) জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের দিনব্যাপী যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ফাতেমা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং আল-আমীন ব্রিকস্ -২ কে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেইসাথে ওই দুই ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এসএম আল-আমীন ও শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

এসময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তর অফিস সূত্র জানায়, শেরপুরে জেলার সকল উপজেলাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন