Home » ঝিনাইগাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা

ঝিনাইগাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা

by desherpotrika
58 views

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,
ওসি (তদন্ত)ইসকান্দার হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান,
ইউপি চেয়ারম্যানদের পক্ষে শফিকুল ইসলাম, শিক্ষকদের পক্ষে জীবন কুমার চক্রবর্তী, মাসুদ হাসান,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, সাংবাদিকদের পক্ষে জাহিদুল হক মনির প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলা পর্যায়েরর বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে উপস্থিত প্রত্যেকে স্ব-স্ব পরিচয় দেন। এরপর আলোচনা সভায় বক্তারা নবাগত ইউএনও’র দৃষ্টি আর্কষণ ও হস্তক্ষেপের জন্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা সমস্যার দিক উল্লেখ করেন। পরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল তার বক্তব্যে বিভিন্ন বক্তার আনিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করা সহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

x
error: কপি করার অভ্যাস ত্যাগ করুন নিজে লিখতে শিখুন